সৌরভ কর, দুর্গাপুর :
বছরের শুরু থেকেই এক ভয়াবহ মরণ ব্যাধি গ্রাস করেছে গোটা বিশ্ব কে.. এবছর সব যেন কেমন থমকে গেছে.. আজ শ্রাবন মাসের শেষ সোমবার..প্রতিবছর গোটা শ্রাবন মাস জুড়ে অসংখ লোকের ভিড় দেখা যাই.. কিন্তু এবছর এর দৃশ্য টা পুরোটাই আলাদা.. ঐতিহাসিক কাঁকসার শিব মন্দির এও তেমন ভিড় নেই.. এর সাথে সাথে এই শ্রাবন মাসের সাথে অনেক মানুষের জীবিকা ও জুড়ে থাকে.. মেলা হয় গোটা মাস ধরে.. বিভিন্ন ধরণের দোকান বসে.. কিন্তু এইবছর সব কিছু যেন শেষ হয়ে গেছে.. চিন্তার হাত মাথায় পড়েছে ক্ষুদ্র ব্যাবসায়ী দের...
মুখ ঢাকা দিয়েই ভক্তরা জল ঢালছেন বাবার মাথায়.. এক গুচ্ছ নিয়ম বিধি লেখা মন্দিরের দেয়াল এ.. সম্পূর্ণ এক আলাদা দৃশ্য দেখছে এলাকা বাসি.