সেখ ওলি মহম্মদ, সাঁইথিয়া, বীরভূম
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের জীবনকে বাজি রেখে জনসাধারণকে বাঁচাতে করোনা যোদ্ধা হিসেবে ময়দানে নেমে কাজ করে যাচ্ছেন বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১ শে জুলাই পর্যন্ত বীরভূম জেলার ৬ টি পৌরসভা এলাকায় দুপুর ১২ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই আজ দুপুর ১২ টা বাজতেই সাঁইথিয়া থানার পুলিশের টহল শুরু হলো। সাঁইথিয়া শহরে দোকানপাট বন্ধ করতে মাইকে করে প্রচার করা হল। জনগনের উদ্দেশ্যে বলা হল, প্রশাসন আপনাদের সাথেই আছে, আপনারা সহযোগিতা করুন। এদিন সাঁইথিয়া থানার আধিকারিক নীলোৎপল মিশ্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে টহল শুরু হয়।