সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
আজ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি
হেমন্ত ঘোষ ও কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম বারিক ও মনোজ রথ মহাশয়ের তত্ত্বাবধানে আজ নয়াগ্রাম বিধানসভার বিধায়ক মাননীয় দুলাল মূর্মু কে নবনির্বাচিত ঝাড়গ্রাম জেলার জেলা সভাপতি ঘোষিত হওয়ার পর আজ উনাকে সংবর্ধনা জানানো হলো
আজকের কর্মসূচিতে
গোপীবল্লভপুর ছাতিনাশোল থেকে প্রায় ২৫০টি বাইকরেলি সহযোগে গোপীবল্লভপুর শহর জুড়ে পরিক্রমা করানো হয় উনাকে।
এবং ১৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে