সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের বাঁচাতে দিন রাত এক করে নিজেদের জীবনকে বাজি রেখে করোনা যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের কথা মাথায় রেখে আজ বীরভূম জেলার দুবরাজপুর শহরের সমস্ত চিকিৎসক ও দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের দুবরাজপুর শহর বিজেপির পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হল। পাশাপাশি তাঁদের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল, দুই সাধারন সম্পাদক স্বরূপ আচার্য, দিলীপ তিওয়ারি সহ বিজেপির অন্যান্য নেতারা।