গোপন সূত্রে খবর পেয়ে বিষাক্ত সাপের বিষ-সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করল বামনগোলা থানার পুলিশ। ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে শনিবার মালদা আদালতে তোলা হবে ধৃতদের বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম আলম মিয়াঁ(৩২) ও মোসিফক আলম(২৩)।
ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন তারা একটি সাদা গাড়িতে করে সাপের বিষ পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পাকুয়াহাট কিষাণ মান্ডির কাছে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি ক্রিশটাল জার উদ্ধার করে। পুলিশ আধিকারিক সুশান্ত দাস জানান, জারের মধ্যে ৬০০ গ্রাম সাপের বিষ ছিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃতদের সঙ্গে পাচারের সঙ্গে আরও কে কে জড়িত পুলিশ জানার চেষ্টা করছে।