সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
দুপুর ১২ টা বাজতেই আংশিক লকডাউন সফল করতে ময়দানে নেমে পড়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিস। উল্লেখ্য, বীরভূম জেলায় ঘোষণা করা হয়েছে ৩১ শে জুলাই পর্যন্ত দুপুর ১২ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত আংশিক লকডাউন থাকবে।
তাই আজ দুপুর ১২ টা বাজতেই বীরভূমের দুবরাজপুর থানার পুলিস অভিযানে নামে এবং সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়। যাঁরা মাস্ক বিহীন ও অকারণে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং লক ডাউনকে অমান্য করছে তাদেরকে দুবরাজপুর থানার পুলিস আটক করে। এদিন ডিএসপি হেড কোয়ার্টার কাশীনাথ মিস্ত্রী ও দুবরাজপুর থানার ওসি মাধব চন্দ্র মন্ডলের নেতৃত্বে চলে ব্যাপক ধরপাকড়। এই আংশিক লকডাউন সফল করতে সদা সচেষ্ট দুবরাজপুর থানার পুলিস।