আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয় আজ উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের 2নং বিডিও অফিসে টাস্কফোর্সের এক জরুরি সভা হয়।এই সভায় উপস্থিত ছিলেন টাস্কফোর্সের সদস্য রাজ্যের মন্ত্রী ও তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি,
সদস্য তথা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি,সদস্য উলুবেড়িয়া 2নং বিডিও নিশিত কুমার মাহাতো,সদস্য উলুবেড়িয়া 2নংপঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস, সদস্য রাজাপুর থানার ওসি অজয় সিং।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের যাতে তাড়াতাড়ি টাকা পায় সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়।মন্ত্রী ডা নির্মল মাঝি এবং বিধায়ক ইদ্রিস আলি জানান যে আমরা চেষ্টা করছি প্রকৃত এবং অসহায় ক্ষতিগ্রস্ত যাতে তাড়াতাড়ি টাকা পায়।করোনার ব্যাপারে এবং লকডাউন এর আলোচনা হয়।আগামী 3রা আগস্ট সোমবার বিকাল 3টের সময় উলুবেড়িয়া2নং বিডিও অফিসের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে রাখিবন্ধন এবং মাস্ক বিতরণ অনুষ্ঠান হবে বলে জানান।