ঘটনাটি ঘটেছে রবিবার হাওড়ার বেলিলিয়াস রোডে।
জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম পাপ্পু সাউ।সে হাওড়া থানা এলাকার বাসিন্দা।রবিবার হাওড়ার বেলিলিয়াস রোডে এক বিশেষ অভিযান চালায় পুলিশ।পুলিশ লক্ষ করে সেখানে একটি ট্যাঙ্কারের চালক পাপ্পু সাউ সেখানকার দোকানদারদের ট্যাঙ্কার থেকে পামোলিন তেল বিক্রি করছে।
পুলিশ তাকে বৈধ কাগজপত্র দেখাতে বললে সে তা দেখাতে পারে নি।তারপর পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ আরও জানিয়েছে, ওখানে এই তেল বিক্রির সময় লকডউনের বিধিনিষেধ মানা হচ্ছিল না।