গতকাল 29শে মে সন্ধ্যায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি নিজে সরজমিনে তদন্তে যান এবং অসহায় মহিলা মিনা তিয়ারির সাথে দেখা করেন।মহল্লার লোকেদের সাথে কথা বলেন।
স্হানীয় কাউন্সিলার মেহেন্দি হাসান লালের সাথে ও কথা বলেন বিধায়ক ইদ্রিস আলি।তিনি একটি মিস্ত্রিকে ডেকে গাছটিকে কাটার জন্য বলেন,কিন্তু গাছটি এত বড় ও মোটা উক্ত মিস্ত্রি গাছটি কাটতে অক্ষম বলে জানান।
এই ব্যাপার এন.ডি.আর.এফ কে ও জানানো হয়েছে,এবং পৌরসভার প্রশাসক অভয় কুমার দাসকেও জানানো হয়েছে।ওই গাছটি অবিলম্বে না কাটলে পাশের আরো দু তিনটি বাড়ি ধূলিসাৎ হয়ে যাবে।