এছাড়াও পথচলতি মানুষ, সাফাইকর্মী, ভবঘুরে, হকার,ভিক্ষুক, ভ্যান ও রিক্সা চালক দের মধ্যেও মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
কাজল গোস্বামী বলেন, এই মুহুর্তে সবচেয়ে জনসমাগমের জায়গা হল বাজারগুলি এবং ঝুঁকিপুর্ন অবশ্যই। কারন সেখানে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ আসেন।
কিন্তু আমাদের জেলার শহর সহ সব জায়গায় সেভাবে এই বিক্রেতাদের নিরাপত্তা সামগ্রী নেই বা তারা সেভাবে সরকারি ও বেসরকারি উৎস থেকে পাননি বা সংগ্রহ করেননি এবং অজ্ঞতা ও রয়েছে সেই কারনে এবং বহু মানুষ অবহেলা বশত মাস্ক ছাড়া বাইরে বেড়োচ্ছেন, সকলকে সচেতন করা এবার মাস্ক এবং স্যানিটাইজার দেওয়ার জন্য আমি আমার টিম নিয়ে বিভিন্ন বাজারে যায়।
এই অভিযান আগামীতে শহর ও জেলাজুড়ে চলবে