মহঃ নুর হোসেন জমাদার,
প্রতিবেদক, এবি বঙ্গনিউজ,
পবিত্র ঈদ উল ফিতর মুসলিমদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন |
ধর্মপ্রাণ মুসলিমরা এক মাস উপবাস পালন করার পরে ঈদের খুশির আনন্দে মেতে ওঠে |
আমাদের ভারতীয় উপমহাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের দিনটির জন্য উন্মুখ হয়ে থাকেন সারাটা বছর |
এ বছরে এখন পবিত্র রমজান মাস চলছে | করোনার জন্য সারা দেশের মানুষ গৃহবন্দী | শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার আগামী 17 তারিখ এবং রাজ্য সরকার আগামী 21 তারিখের পরে কিছুটা শিথিল করতে পারে লকডাউন |
তার আগেই বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, পবিত্র ঈদের কথা মাথায় রেখে লকডাউন শিথিলের কোনো প্রয়োজন নেই, এ বছর আমরা নাইবা ঈদের নামাজ পড়লাম, আগে মানুষের জীবনটা বাঁচুক | তারা রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে একটি পত্র ও প্রেরণ করেন |
তাকে পরিষ্কারভাবে উল্লেখ করেন কেন্দ্র সরকার লকডাউন শিথিল করলেও রাজ্য সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, লকডাউন প্রয়োজনীয় সময় সীমা পর্যন্ত বৃদ্ধি করা হোক |
আমরা এতকিছু স্যাক্রিফাইস করছি আর এইটুকু করতেও আমরা প্রস্তুত |