সৌগত মন্ডল
(রামপুরহাট বীরভূম) : সারাদেশ জুড়ে করোনা মহামাড়ির জন্য রাজ্যে লকডাউন জারি করা হয়েছে ,যার ফলে আজ প্রায় কর্মহীন মানুষ দীর্ঘদিন ধরে। আর ঠিক, তাদের কথা মাথায় রেখে রামপুরহাট ২নং নম্বর ব্লকের মাড়গ্রাম থানা অন্তর্গত কালিদহ গ্রামে ,মাড়গ্রাম থানা উদ্যোগে প্রায় ১০০ ও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন আজ।
চাল, ডাল ,আটা ,সাবান , মাক্স প্রায় অনেক কিছুই ছিল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সি আই বিজয় কুমার ঘোষ, মাড়গাম থানার ওসি সায়েদ হোসেন ,সকল পুলিশ আধিকারিক এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী।
গ্রামের মানুষেরা জানাই ,"আমরা এই খাদ্য দ্রব্য পেয়ে খুব খুশি, আমরা খেঁটে-খাওয়া মানুষ "।