অভীক মিত্র - বীরভূম জেলার সাংবাদিক সংগঠনদের মধ্যে অন্যতম "বীরভূম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন" ৷
খবরের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই সংগঠনের সাংবাদিকেরা 8ই মে কোন্দাইপুর এবং 7ই মে চিনপাই,বোলপুর সহ অাশেপাশের কিছু গ্রামে গিয়ে বাচ্চা ছেলে সহ মা,বোনেদের হাতে সাবান ও মাস্ক তুলে দিলেন ৷
এলাকার মানুষেরা "বীরভূম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে"র এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানালেন ৷ করোনা মহামারির দিনে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে "বীরভূম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে"র পক্ষ থেকে ৫০০১ টাকা দেওয়া হলো ৷
4ই মে জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয় । করোনা পরবতী লকডাউনে গৃহবন্দী মানুষজন । এরফলে সমস্যায় পড়েছেন বহুশিল্পী l খবরের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাই থেকে 3মে "আন্তর্জাতিক গণমাধ্যম দিবসে" সিউড়ি শহরের 50 জন দুঃস্থ শিল্পীর হাতে "বীরভূম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে"র উদ্যোগে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো ।
সিউড়ি শহরের দুস্থ 50জন শিল্পীর হাতে চাল,ডাল,আলু,সরষের তেল,সোয়াবিন,সাবান,মাস্ক তুলে দেওয়া হলো l পড়ুয়াদের হাতে মাস্ক,
স্যানিটাইজার তুলে দেওয়া হয় ।