নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া,
কলকাতায় চিকিৎসাধীন থাকাকালীন করোনায় আকান্ত হাওড়ার শ্যামপুরে শ্রীকোল গ্রামের এক তরুনী। বেশকিছুদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন ওই তরুনী, গত ২৫ শে এপ্রিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভতি হয়,
সেখানেই তিনি করোনায় আকান্ত্র হয়। গতকাল তার রিপোট আসে পজেটিভ।
করোনা পজেটিভের খবরে তৎপরতা শুরু প্রশাসনের, শ্যামপুরের ওই তরুনীর বাড়ির তিন সদস্য ও দুই কাজে লোক ও ডাইভার সহ মোট ৬ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।
এছাড়াও ওই এলাকায় ২৫ টি পরিবারকে হোম কোয়ারান্টিনে থাকার কথা বলা হয়েছে,ঘটনার জেরে যথেষ্ট আতংক ছড়িয়েছে ওই এলাকায়, বন্ধ দোকানপাট,
আজ এলাকা পরিদশন করেন বিডিও ও পুলিশ প্রশাসন।
পুরো এলাকা শীল করা হয়েছে প্রশাসনের তরফে।।