সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম,
চারিদিকে যেভাবে করোনার প্রকোপ দিন দিন বেড়েই যাচ্ছে আমাদের চারপাশে। এই কোরোনার হাত থেকে বাঁচতে একটাই উপায় সমস্ত মানুষকে সচেতন হতে হবে।
তাই মানুষকে সচেতন করার জন্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার উদ্যোগে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করলেন তারা। অন্য দিনের মতো আজ মঙ্গলবার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, সব সময় মাস্ক ব্যবহার,সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি নানান বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও এদিন থানার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার এএসআই তপন কুমার ঘোষ সহ অন্যান্য পুলিশকর্মীরা।