নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
তিনি লকডউনের আগে থেকে করোনা সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করছেন।
বিলি করেছেন মাক্স ও স্যানিটাইজার।পাশাপাশি জীবানুমুক্ত করতে নিজ কেন্দ্রে স্যানিটাইজও করেছেন তিনি।করেছেন বিনামূল্যে সবজি বাজার।
তিনি হাওড়ার ডোমজুড় কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।এবার রাজীববাবু হাওড়ার বালি গ্রামাঞ্চলে প্রত্যেক পরিবারকে সবজি তুলে দিলেন ।মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণ মানুষ বিপর্যয়ের কথা জানেন।
তাঁদেরকে সচেতন করতে সরকার সর্বদা তৎপর।অপরদিকে এই লকডউনের জন্য খেটে খাওয়া মানুষরা সমস্যায় পড়েছেন।তাই তাঁদের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস এটি।