সৌগত মন্ডল ,
রামপুরহাট-বীরভূম
করোনা ভাইরাস এর জেরে সারাদেশ ও রাজ্যজুড়ে জারি করা হয়েছিল লকডাউন| আর আজ সেই চতুর্থ পর্যায়ের লকডাউন এর অন্তিম দিন |এরই মাঝে ভিন রাজ্য থেকে ভিন্ন ভিন্ন মানুষ দেশে ফিরেছেন|
তাদের প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষা করে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল| তারমধ্যে সাতজনের রিপোর্ট পজিটিভ আসার পর তাদের চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়েছে| এমনই সাতজন মানুষকে আজ মুরারাই থেকে নিজের নিজের বাড়ি পৌঁছে দিলেন|
মুরারয় এর বি ডি ও নিশীথ ভাস্কর পাল জানান তাদের প্রত্যেককে হাতে মিষ্টি ও চারাগাছ উপহার দিয়ে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়| তিনি অনুরোধ করেন তারা যেমন নতুন জীবন পেল তেমন ভাবে সেই চারা গাছগুলি ও যেন তারা বড় করে তোলেন|