নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া, হাওড়া,
নেই পেটের অন্নও ! এই অবস্থায় বাড়ির জন্য ব্যাকুল তাঁরা ! প্রতিনিয়তই খবরের কাগজে কিংবা টিভির পর্দায় কি আপডেট তাঁর দিকে চোখ তাঁদের ।এই বুঝি লকডাউন উঠবে !
কিন্তু বারে বারে হতাশ হতে হচ্ছে তাঁদের ! ঘরের আপনজন এখন তাঁদের কাছে যেন দূর ডীনদেশী ! তাই অগত্যা বনগাঁ থেকে নিজেরাই পায়ে হেঁটে বাড়ি যাবেন বলে সিদ্ধান্ত নিলেন কুড়িজন শ্রমিক।তাই বনগাঁ থেকে পায়ে হেঁটে রওনা দিলেন তাঁরা !
রেলাইন ধরে হাঁটছেন তাঁরা । শুক্রবার দুপুর দুটো ।হাওড়ার উলুবেড়িয়া স্টেশন তখন মরুভূমির অনুভুতি। শুনশান উলুবেড়িয়া স্টেশন তখন এই কুড়িজন শ্রমিকের ঘাম রক্তে রাঙিত !
রোদউড্জ্বল দুপুরের উলুবেড়িয়া স্টেশন তখন তাঁদের কাছে ক্ষণিকের অচেনা অতিথি !
জানা গিয়েছে এই কুড়িজন ঠিকা শ্রমিক ঝাড়খণ্ডের বাসিন্দা।বনগাঁয় কর্মসূত্রে বসবাস।লকডাউনে তাঁরা আটকে পড়েছেন !
সন্তান পরিজনদের দেখার জন্য এবং নিজ জন্মভূমিতে ফেরার জন্য তাঁদের এই যাত্রা যেন সফল হোক !
সফল হোক তাঁদের ঘরে ফেরার লড়াই ! মত হাওড়ার উলুবেড়িয়া স্টেশনের পাশাপাশি চেনা অচেনা মানুষদের ।