ঝাড়গ্রাম থেকে সুদীপ ঘোষ এর রিপোর্ট।
দিন দিন যেন করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে আমাদের দেশে। তাই এই ভাইরাসকে প্রতিহত করতে চলছে লকডাউন। তাই দেশের মানুষেরা লকডাউন ও আতঙ্কের কারণে গৃহবন্দী। বন্ধ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, খেলাধুলা বিনোদন, ধর্মীয় সমারোহ এবং সমস্ত ধরনের কর্মস্থল। তাই সাধারণ মানুষের খুব সমস্যা দেখা দিয়েছে।
তাই আজ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ব্লকের বৈদ্যুতিক অফিসে ও ছাতিনাসোলে BDOঅফিসের সামনে BJP পক্ষ থেকে প্রতীকী অবস্থান করে।
তাদের বক্তব্য এইযে
গরীব যে সমস্ত মানুষ দিন আনে দিন খায়। তারা সঠিকভাবে রেশন দ্রব্য পাচ্ছে না। আর কেন্দ্রের যে চলে এসেছিল সেগুলা সবাই এখনো পাচ্ছে না। তাই সেগুলো সবাই যেন পায় এবং গরিব মানুষ এই সময় খেতে পারছে না তারা কি করে কারেন্ট বিল দিবে। তারা যেন ৩ মাস কারেন্ট বিল যেনো ফ্রিতে পায়।
তার জন্য আজ BDO অফিসের সামনে ও বৈদ্যুতিক অফিসের সামনে প্রতীকী অবস্থান করেন তারা।