নিজস্ব প্রতিবেদক,
উলুবেড়িয়া,হাওড়া,,
বিভিন্ন দাবিতে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বামফ্রন্টের পক্ষহতে,
উল্লেখ্য লকডাউনের জেরে সমস্যা য় সাধারণ মানুষ, এবং সরকারের অনুদানের দলবাজি বন্ধ করা, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা,
সমস্ত ধরনের রোগীর চিকিৎসা, পরিযায়ী শ্রমিকদের জরুরি ভিত্তিতে ঘরে ফেরার ব্যবস্থা করা, অনলাইনে প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া,সহ একাধিক দাবিতে মৌন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়,
উলুবেড়িয়ার কালীনগর মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সিপিএমের নেতা গৌতম পুরকাইত, ফরোয়ার্ড ব্লকের পক্ষে জমিউস সরিয়ৎ মল্লিক, প্রমুখ,