নিজস্ব সংবাদদাতা, হাওড়া: করোনা মহামারী থেকে হাওড়া কে মুক্ত করার জন্য মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর নিজস্ব উদ্যোগে মঙ্গলবার সত্য বালা আইডির সুপার ডাক্তার বিষ্ণুপদ বাগ এর হাতে 500 পি পি কিট ও1000 মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়া হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুই বড় হাসপাতালে , সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী , নার্স থেকে শুরু করে যাঁরা এই পরিষেবার সঙ্গে যুক্ত তাদের জন্য আরো 500 পি পি কিট এবং 1000 মাস্ক তুলে দিলেন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়।তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগে এই কাজ করেন।আগামী দিনেও প্রয়োজন হলে যেকোনো রকম সহযোগিতার আশ্বাস দিলেন এদিন রাজীববাবু।