অরিত্র ঘোষ, বোলপুর
Covid 19 আতঙ্কে শুনশান বোলপুর শহর। প্রধানমন্ত্রী র তরফে জনতা কারফিউ ঘোষণার ফল স্বরুপ শুনশান রাস্তা ঘাট।
সকাল সাত টা থেকে রাত্রি নটা পর্যন্ত জনতা কারফিউ এর প্রভাব বোলপুর শহরে। রাস্তাঘাট, স্টেশন, বাস স্ট্যান্ড সহ বোলপুরের ব্যস্ততম রাস্তা গুলি শুনশান। লোক জন নেই বললেই চলে।
একমাত্র খোলা রয়েছে ওষুধের দোকান তাও হাতে গোনা কয়েকটি, এছাড়া কোনো দোকানপাট খোলা নেই, এমনকি বন্ধ রয়েছে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই।
বিগত কয়েকদিন আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র ভবন মিউজিয়াম এবং বাংলাদেশ ভবন।
সম্প্রতি বিশ্বভারতী কতৃপক্ষের তরফে সমস্ত হোস্টেল এর ছাত্র/ছাত্রী দের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে শান্তিনিকেতন এর খোয়াই হাট। চালু করা হয়েছে হেল্পলাইন ডেস্ক।