NRCর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, উলুবেড়িয়া,

উলুবেড়িয়া,
NRCর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, উলুবেড়িয়া, 
এন আর সি বিলের প্রতিবাদে আজ হাজার হাজার মানুষের উপস্থিতিতে 6নং জাতীয় সড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়ে উলুবেড়িয়া র নিমদিঘী তে, 
আজ দুপুর 2টা নাগাদ এই অবরোধ কর্মসূচি শুরু হয় ,বেশ কয়েক ঘন্টা অবরোধ চলে, 
উলুবেড়িয়া থানার ওসি কৌশিক কুন্ডু র নেতৃত্বে উলুবেড়িয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জেলা প্রশাসক কে জানায়, 
পরে হাওড়া গ্ৰামীন পুলিশ সুপার সৌম্য রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে অবরোধ কারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করেন,
0/Post a Comment/Comments