CPC র অত্যাচারে অসুস্থ শিক্ষাবন্ধু, আতঙ্কিত অফিসের কর্মচারী বৃন্দ

বিশেষ সংবাদদাতা, 

খড়গপুর ,
দীর্ঘদিন মানসিক অত্যাচার ও কৌশলী চাপ সৃষ্টি করে চলেছেন খড়গপুর চক্রসম্পদ কেন্দ্রের CPC তথা S.I/S of Kharagpur Circle. অফিসে শিক্ষাবন্ধু 2 জন,একজন মহিলা, অন্যজন পুরুষ।

CRC রং একজন শিক্ষাবন্ধু ও মহিলা। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা যাঁর উপর ন্যস্ত সেই তিনি ছলে ছুতোয় একজন মহিলা শিক্ষাবন্ধু সহ সকল স্টাফদের উপর করে চলেছেন সুকৌশলী মানসিক নির্যাতন, দিচ্ছেন হুমকি। 

শেষমেষ তিনি নির্যাতনের আলাদা পদ্ধতি নিয়েছেন।
গত জানুয়ারি ২০১৯ বামপন্থীদের আহ্বানে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে শিক্ষাবন্ধু কেয়া সীট অফিসে অনুপস্থিত ছিলেন।

সেই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশ ছাড়াই CPC কেয়ার নভেম্বর 2019 এর বেতন থেকে দুদিনের বেতন কাটার নির্দেশ জারি করেছেন। 

এখন কেয়া সীট খড়্গপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ অবস্থায়।

আজই ডাক্তার বাবু তাঁকে ব্রেন স্ক্যান করতে লিখেছেন। আশংকা কেয়ার সেরিব্রাল ইডিওমা হতে পারে।

 খড়্গপুর চক্রসম্পদ কেন্দ্রের CPC র এই আচরনের সমাধানে ব্যবস্থা নিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com