উলুবেড়িয়া,
রক্তদান শিবির অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া,
উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের কাশমুল গ্ৰামে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো,
স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়,
রক্তদান শিবির উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর আকবর আলি, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল বর,
তপনা অঞ্চলের প্রধান কাজলী বাগ, হাটগাছা 2নং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ পাল,ধুলাসিমলা অঞ্চলের প্রধান গোপীনাথ ব্যানার্জী, উলুবেড়িয়া 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, কর্মাধ্যক্ষ ফারুক মল্লিক, কর্মাধ্যক্ষ মফিজুল হক, স্থানীয় নেতা মধুসূদন বাগ,আনিসুর রহমান, দেবাশীষ ব্যানার্জী,মৃগাঙ্ক বাগ, তপনা অঞ্চলের উপপ্রধান নাসিরউদ্দিন খাঁন,গৌতম দত্ত সহ অনেকে,
প্রয়াত সাংসদ সুলতান আহমেদ ও স্থানীয় সমাজসেবী প্রয়াত দিলীপ দত্তের নামে এই এই রক্তদান কর্মসূচি শিবির উৎসর্গ করা হয়,
শহীদ বেদীতে মাল্যদান করে অনুষ্ঠানে র শুরু হয়,
উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে র ব্লাড ব্যাংক এর সহযোগিতায় প্রায় 105জন রক্তদাতা তাদের মুল্যবান রক্ত দান করেন, এছাড়াও অনেক উৎসাহী রক্তদাতা ফেরৎ যান,কারন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে র ব্লাড ব্যাংক এর ব্যবস্থা না থাকায় কারনে।