গত মাসের ৯ই নভেম্বর বুলবুল ঝড়ের কবলে পড়ে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল সুন্দরবন।
বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী ২নং ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে বৈদ্যুতিন তারের উপরে পড়ে যায়।
যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে কয়েক হাজার বাড়ি।
সামনেই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরিক্ষা, পড়াশোনার চাপও খুব।
বুলবুল ঝড় সেই পরীক্ষার্থীদের থেকে কেড়ে নিয়েছিল পড়ার আলো।
আলোর অভাবে পড়তে না পেরে একপ্রকার দিশেহারা অবস্থা হয়েছিল পরীক্ষার্থীদের।
বুলবুল ঝড়ের পরপরই বিদ্ধস্ত এলাকা গুলি হেলিকপ্টারে ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উপলব্ধি করেন সুন্দরবনের পরীক্ষার্থীদের করুণ দশা। তারপরেই বসিরহাটের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সুন্দরবনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের হারিকেন ও পাঁচ লিটার কেরোসিন দেওয়ার কথা ঘোষণা করেন।
সেই কথা মতোই এদিন খুলনা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সত্যজ্যোতি সান্যালের নেতৃত্বে কয়েক'শ পরীক্ষার্থীকে হারিকেন ও পাঁচ লিটার কেরোসিন তুলে দেওয়া হয়,
পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশানুযায়ি ঝড়ে বিপন্ন কয়েক হাজার সুন্দরবাসীকে ত্রিপল ও ডি.এম. কিটও বিতরণ করা হয়।