রানীগঞ্জ,
সোমবার সন্ধ্যায় বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে হায়দ্রাবাদের পশুচিকিৎসক প্রিয়াঙ্কাকে নিশংস ভাবে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে রানীগঞ্জের নেতাজি বাজার এলাকায় বিক্ষোভ শামিল হল ছাত্র সংগঠনের সদস্যরা।
এদিন তারা ধিক্কার মিছিল করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়।
পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব হয়ে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে হাজির থাকতে দেখা যায় এসএফআই নেতা গৌরব ধল্ল , ডিওয়াইএফআই যুবনেতা হেমন্ত প্রভাকর সহ বহু নেতা নেতৃত্বদের।