মৃত চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষকদের মৃত্যুদণ্ডর দাবি তুলে মালদা শহরে মোমবাতি মিছিল করল বিবি গ্রাম কোবরা ক্লাব।
এলাকার বিশিষ্টজন ও মহিলারা এই মিছিলে অংশগ্রহণ করেন।মিছিলে পা মেলান স্থানীয় কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা।
মিছিল সারা শহর পরিক্রমা করে শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে।
সেখানে তারা মৃত প্রিয়াঙ্কা রেড্ডির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।