বসিরহাট,
বসিরহাট মহকুমা আদালতের ঘটনা। আল আমিন তরফদার বাড়ি স্বরূপনগর থানার ভাদুরিয়া গ্রামের বাসিন্দা।
দীর্ঘদিন ধরে বসিরহাট মহকুমা আদালতে নিজের পরিচয় গোপন করে, জাল আই কার্ড বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল।
এর বিরুদ্ধে জাল স্ট্যাম্প পেপার তৈরি করা, বিভিন্ন নথিপত্র নকল করে মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে।
বসিরহাট মহকুমা ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করলে আলামিন তরফদার কে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।
অভিযুক্ত আলামিনের বাবা ইনসাফ আলী তরফদার বসিহাট মহাকুমার আদালতে রেজিস্টার ল'ক্লার্ক।
বাবার সঙ্গে ছেলের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।
এর পিছনেও বড় কোনো চক্র আছে কি না তদন্ত করা হচ্ছে।
আলামিনকে আজ বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।