গঙ্গারামপুর ,3 ডিসেম্বর ,
দক্ষিণ দিনাজপুর۔۔۔
কয়েক দিন আগে প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের বাড়ি থেকে চুরি যাওয়া ল্যাপটপ, চার্জার উদ্ধার করল পুলিশ।
সেই সঙ্গে গঙ্গারামপুর থানার পুরাতন গঙ্গারামপুর এর বাসিন্দা চোরকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নয়াবাজার থেকে গ্রেফতার করল পুলিশ।
ওই চোরের বিরুদ্ধে আগেও চুরি করার এমন অভিযোগ ছিল।চুরির ওই ল্যাপটপ চার্জার চোর বিক্রি করতে গিয়ে পুলিশ তাকে ধরে ফেলে।
এদিন তাকে গঙ্গারামপু মহুকুমা আদালতে পাঠায় পুলিশ। পুলিশের এমন কাজে সাধুবাদ জানায়েছেন সকালেই।
পুলিশ সূত্রে খবর,গত নভেম্বর মাসে প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের বসাক পাড়া মোড়ে বাড়ি থেকে ২২ নভেম্বর তারিখে ল্যাপটপ সহ চার্জার চুরি হয়।
এর পরেই প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করে।
এর পরেই পুলিশ তদন্তে গঙ্গারামপুর থানার পুরাতন গঙ্গারামপুর বাসিন্দা গোপাল দাস নামে ওই চোরকে পুলিশ গ্রেফতার করে।
এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয় ।
গোপাল দাস নামে ওই চোর জানিয়েছেন ,বাবা অসুস্থ হওয়ার জন্য এমন চুরি করেছে বলে সে স্বীকার করেছে।
আগে চুরি করলেও এখান সে আর করে না।
পুলিশের এমন সাফল্যকে গঙ্গারামপুর বাসিও সহ প্রাপ্তন মন্ত্রী ও স্বাগত জানিয়েছেন।
থানার আইসি পুণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, অভিযুক্ত কাছ থেকে চুরি হওয়া জিনিস উদ্ধার হয়েছে। তাকে আদালতেও পাঠানো হয়েছে।