কোলকাতা,
কোলকাতা জেলা জামায়াতে ইসলামী হিন্দের উদ্যোগে হায়দরাবাদের ভেটেনারী ডাক্তার প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ ধৰ্মতলার ওয়াই চ্যানেলে মানববন্ধন করলো জামায়াতে ইসলামী হিন্দের কোলকাতা জেলা মহিলা শাখা ।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন রাজ্য মজলিসে শূরার সদস্য তথা রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম ও নাসিম আলি সাহেব ।