প্রতিবেদক , এবি বঙ্গনিউজ,
পশু চিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা রেড্ডির
ওপর যে অমানবিক শারীরিক নির্যাতন এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে গোটা ভারতবাসী সেই শিহরিত ঘটনার সাক্ষী |
এইভাবে অসংখ্য নারী একের পর এক জীবন দিয়ে চলেছে, আর তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এক প্রকারের নরপিচাশরা |
দেশের আইনি ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতির ওপর আস্থাহীন হয়ে পড়ছে খোদ ভবিষ্যৎতের আইনজীবীরা |
এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই আইন কলেজের ছাত্র ছাত্রীরা সারিবদ্ধ ভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল পরিচালনা করে |
তাদের কাছে প্রশ্ন করে জানা যায় যে তারা একটি সুস্থ ভারত দেখতে চায় |
দেশের বর্তমান পরিস্থিতি খুবই বেদনাদায়ক বলেও তারা বর্ণনা করে | দেশের আইন ব্যবস্থা আরো কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন এই আইনের ছাত্র ছাত্রীরা |
একমাত্র কঠোর আইনি ব্যবস্থা এই দেশের মান এবং মর্যাদা কে পুনরুদ্ধার করতে পারে বলে মনে করেন এই আইন কলেজের ছাত্র ছাত্রীরা |