কলকাতা ,তালতলা,,,
বাবু হক,,,,
আমাদের প্রিয় মাতৃভূমি পশ্চিমবঙ্গের অন্যতম সাপ্তাহিক পত্রিকা নতুন গতির বাইশ তম সাহিত্য সম্মেলন ও স্মরণীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে এক ডিসেম্বর রবিবার বিকেলে,
বিকেল তিনটায় শুরু হলো পবিত্র কোরআন শরীফ পাঠ করে, শেষ হবে আগামী কাল।
কলকাতা তালতলা মুসলিম ইনস্টিটিউট হলে।
দেশ বিদেশের কবি সাহিত্যিক কলাকুশলী শিল্পী লেখক লেখিকা ও সমাজের সর্বস্তরের দিকপাল নক্ষত্র সমাবেশের মাধ্যমে।
দীর্ঘ চৌত্রিশ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক নতুন গতি পত্রিকা।
বাইশ তম সাহিত্য সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে সাহিত্যিক ম ই
মইনুল হোসেন, নুরুল হক,নাদিমুল হক, বিধায়ক ও আইনজীবী ইদ্রিস আলী, প্রাবন্ধিক ডঃ মীরাতুন নাহার, অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে, বিধায়ক ড়াএম নুরুজ্জামান, অধ্যাপক ডঃ সাইফুল্লাহ, নুরুল আমিন বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন সাহিত্যিক অমর মিত্র ও অনুষ্ঠানের মুখ্যভূমিকায় ছিলেন সাপ্তাহিক নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূর।
সংগীত পরিবেশন করেন রাজিবুল হাসান ও আঞ্জুম মুনির, অনুষ্ঠান পরিচালনা করেন মুজতবা আল মামুন ও আসাদুল ইসলাম, সোমবার দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাবন্ধিক মইনুল হাসান।
দেশ বিদেশের কবি সাহিত্যিক কলাকুশলী শিল্পী ও লেখক লেখিকা তাদের শ্রেষ্ঠ সৃষ্টির ডালি সাজিয়ে পরিবেশন করবেন।
এবছর সাহিত্য, সমাজসেবা ও লিটিল ম্যাগাজিন পুরষ্কার প্রাপক ছিলেন যথাক্রমে ডঃ পবিত্র সরকার, কামরুজ্জামান, সুনন্দা শিকদার,সুমিতা দাস,অমর কুমার মন্ডল, তাপস অধিকারী, বাংলাদেশের কবি মালেকা ফিরদৌস, মুনকির হোসেন, জহরুল হক, শেখ মুসলিম মণ্ডল,কাজী একরামুল হক, সোহরাব আলী, আনোয়ার হুসাইন কাসেমী, দোলন চাঁপার মীরাতুন নাহার ও বীরভূম প্রান্তিক এর সুনীল সাগর দত্ত প্রমুখ।
পৃথিবী সৃষ্টির পর থেকে দেশ বিদেশের মাটিতে ভাষা ও সংস্কৃতি লোকাচার কালচারের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে সাংস্কৃতিক,সাহিত্য চর্চা চলে আসছে চিরাচরিত রীতি নীতি অনুসারে ও আধুনিক প্রযুক্তির বর্তমান ও ভবিষ্যতে ও চর্চা চলতে থাকবে মানববন্ধন ও মহামানবের মিলন মেলায়।