তপন,০৭ ডিসেম্বর,
দক্ষিণ দিনাজপুর;
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানের পাশাপাশি কলেজ ক্যান্টিন এর উদ্বোধন করা হয়।
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান ও ফিতে কেটে কলেজ ক্যান্টিন এর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বাচ্চু হাঁসদা।
কলেজের শিক্ষক শিক্ষিকা সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শনিবার তপনের নেথানিয়াম মুর্মু মেমোরিয়াল কলেজে বার্ষিক নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ।
এদিনের উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বাচ্চা হাসদা, তপন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মন্ডল, কলেজের প্রিন্সিপাল সহ বহু শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
এদিন অনুষ্ঠানের প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদেরও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কতৃপক্ষ।
এরপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ কৃত নতুন তৈরি ক্যান্টিনের ফিতে কেটে উদ্বোধন করেন বাচ্চু হাঁসদা।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, এই কলেজের নবীন বরণ উৎসবে এসেছিলাম এর পাশাপাশি নতুন কলেজ ক্যান্টিন এর উদ্বোধন করা হলো।
কলেজ কর্তৃপক্ষ কলেজ উন্নয়নের জন্য আরও অনেক দাবি আমার কাছে রেখেছেন, তা পূর্ণ করার চেষ্টা করব।