মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে তিন বছর শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ|
এখনো মালদা মেডিকেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে |
এদিকে মঙ্গলবার ওই শিশুর পরিবারের সাথে দেখা করেন তৃণমূল নেতা বুলবুল খান।
অভাবি পরিবারটির পাশে দাঁড়িয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি এদিন পরিবারের হাতে কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন।
তাছাড়া আবাস যোজনায় পরিবারটি যাতে ঘর পায় তা নিয়ে দলের তরফে দেখা হবে তিনি আশ্বাস দিয়েছেন।
এছাড়া অভিযুক্ত যাতে দ্রুত ধরা পড়ে সেই বিষয়ে তিনি পুলিশের সাথে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন|
পাঁচদিন আগে বাড়িতে কাঁথা সেলাই করতে আসা প্রতিবেশী যুবক শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
কিন্তু কয়কদিন পার হলেও অভিযুক্ত ধরা না পড়ায় ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযুক্তকে গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবিতে সোমবার ভালুকায় ধিক্কার মিছিলের পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
তারপর এদিন তৃণমূল নেতা বুলবুল খান এলাকায় গিয়ে পরিবারটির পাশে দাঁড়ান।
অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস।