আসানসোল :
চিত্তরঞ্জন থেকে কলকাতা শ্রমিকদের লংমার্চ আজ দ্বিতীয় দিন!!
আসানসোল বাস স্ট্যান্ড সংলগ্ন গির্জা মোড় থেকে সকাল সকাল একটা সভা করে ফির কলকাতা দিকে রওনা দিল শ্রমিক সংগঠন!!
রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও এনআরসি মানছি না রাজ্য বাঁচাও দেশ বাঁচাও !
এমনটি স্লোগান দিয়ে মিছিল করে বের হয়!!