,
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন অধ্যাপকেরা। অচলাবস্থা কটলনা এদিনও।
১৫ দিনে পড়ল আন্দোলন। বেতন হয়নি আজও।
রেজিস্টার আসছেন না।
টানা ১৫ দিন ধরে কর্মবিরতিতে অচলাবস্থা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
শিক্ষা কর্মী, অফিসারদের বেতন দিতে না পেরে পদ্যত্যাগ ফিনান্স অফিসার ভাস্কর বাগচীর।
বুধবারও সারাদিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে অবস্থান বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী কর্মী ও অধ্যাপকরা।
টানা ১৫ দিন ধরে তাঁদের কর্মবিরতি চলছে। নতুন করে রেজিস্ট্রার বিপ্লব গিরির পদত্যাগের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা।
যতক্ষণ না অস্থায়ী কর্মীদের দাবি পূরণ করা হবে ততক্ষণ এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এই আন্দোলনের ফলে চরম হয়রানির শিকার ছাত্র ছাত্রীরা।
টানা কর্মবিরতিতে সমস্যায় পড়েছেন শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র ছাত্রীরা।
তারা বলেছেন, এই প্রথম বিশ্ববিদ্যালয় মাস পয়লাই বেতন হল না।
লাগাতার আন্দোলনের ফলে সমস্যায় পড়েছে দূর-দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীরা।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিবেকানন্দ মন্ডল জানিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী এবং অস্থায়ী কর্মীদের সাহায্য ছাড়া অচল।
তিনি বলেন কর্তৃপক্ষ এই বিষয়টি দেখা উচিত। টানা ১৫ দিন ধরে আন্দোলন চলছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
আন্দোলনকারীদের দাবিকে সমর্থন করে তারাও সামিল হন আন্দোলনে।তিনি আরো বলেন, অশিক্ষক কর্মচারী ছাড়া গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চালানো অসম্ভব।
এই বিষয়টি যদি কর্তৃপক্ষ না বুঝে তাহলে এটা মুর্খামি ছাড়া আর কিছুই না।