মালদা,
তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় এসে ঘটা করে যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করলেও কোন কাজ পাইনি যুবশ্রীরা।
বার বার রাজ্যকে জানালেও তাদের কোন ভ্রুক্ষেপ করছে না। তাই সোমবার পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির প্রায় শতাধীক যুবশ্রী জেলা শাসকের কাছে পাঁচ দফা দাবিতে স্মারক লিপি তুলেদেন।
এই স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন রাজ্য সহ সম্পাদক তাজিবুল হক সহ সগঠনের সদস্যরা।