তেলেঙ্গানা চাটানপল্লী ব্রিজের ওপর পশু চিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা রেড্ডি র ওপর অমানবিক ও পাশবিক অত্যাচার করে পুড়িয়ে মারার বিরুদ্ধে বিজেপি শেওড়াফুলি মন্ডল ও শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার যৌথ উদ্যোগে মোমবাতি সহকারে এক মৌন মিছিল অনুষ্ঠিত হলো।
এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাননীয় শ্রী শ্যামল বোস মহাশয় জেলা মহিলা মোর্চা সভানেত্রী মাননীয়া শশী সিং শেওড়াফুলি মন্ডলের সভাপতি শ্রী স্নেহাংসু মহন্ত বৈদ্যবাটি মন্ডল সভাপতি শ্রী প্রবীর নিয়োগী সহ জেলা এবং মন্ডলের অন্যান্য আধিকারিক বৃন্দ।
প্রায় শতাধিক মানুষ এই মিছিলে পায়ে পা মেলান এবং এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার জানান।