যে সব শিশুদের টিকাকরণ হয়নি, তাদের শনাক্ত করে টিকা দেওয়ার কাজ শুরু হল হরিশ্চন্দ্রপুরে।
নিবিড় মিশন ইন্দ্রধনুষ প্রকল্পে আগামী চারমাস ধরে ওই টিকাকরণের কাজ চলবে।
ব্লকের যে সব এলাকার শিশুররা কোনওভাবে এখনও টিকা নেয়নি সেইসব এলাকায় মাসের প্রথম সোম ও মঙ্গলবার শিবির করে তাদের টিকা দেওয়া হবে।
শূন্য থেকে দু বছর পর্যন্ত কোনও শিশুই যাতে টিকাকরণ থেকে বাদ না যায়, এটাই মিশন ইন্দ্রধনুষ কর্মসূচির লক্ষ বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিএমওএইচ।
এদিন কাওয়ামারি এলাকা সহ পাঁচটি এলাকায় শিবির হয়।
হাজির ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চেয়ারম্যান জিয়াউর রহমান, আইসিডিএস সিডিপিও অনুপ সরকার, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস সহ আরো অনেকে |