নিউজ ডেস্ক:
সপ্তাহ খানেক আগে হায়দারাবাদের সামশাবাদের কাছে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। ২৬ বছরের তরতাজা তরুণীকে ধর্ষণ করে নৃশংসভাবে পুড়িয় দেওয়া হয়েছে। কী শাস্তি হবে অভিযুক্তদের? আওয়াজ উঠেছে অনেক। কেউ বলেছেন, ফাঁসি। কেউ বলেছেন, গণপিটুনিতে শেষ করে দেওয়া হোক ওদের।শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ। সামশাবাদের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল চার অভিযুক্তকে। ঠিক সেই সময়ই আগ্নেয়াস্ত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করে তারা। আত্মরক্ষায় পালটা গুলি চালায় পুলিশ। আর তাতেই মৃত্যু হয় চারজনের। পরিবারের কাছেও বাড়ির ছেলেদের মৃত্যুর খবর পৌঁছেছে। কিন্তু আত্মীয় পরিজনদের কেউই মৃতদেহ নিতে চায় না বলে জানিয়েছে পুলিশ। ফলে শোনা যাচ্ছে, শেষকৃত্য সম্পন্ন করবে হায়দরাবাদ পুলিশই।