শ্যামপুর,
শ্যামপুর থানার বালিচাতুরী গ্ৰাম পঞ্চায়েতের এলাকার অন্তর্ভুক্ত চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলে যাওয়ার প্রধান রাস্তা,
এটি বিগত 12-13বৎসর আগে ইট পাতা হয়ে ছিলো এখন এই রাস্তাটির বেহাল অবস্থা,
এই রাস্তাটির উপর দিয়ে চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুল,চাঁদপুর প্রথমিক বিদ্যালয়, আইডিয়াল আকাডেমি কেজি স্কুলের প্রতিদিন 3500-4000জন ছাত্র ছাত্রীরা যাতায়াত করে,।
এবং চাঁদপুর ও মির্জাপুর গ্রামের সমস্ত বাসিন্দা যাতায়াত করে ।
এই রাস্তা টির বেহাল অবস্থার কারণে প্রায় দিন স্কুলের ছাত্র ছাত্রীরা সাইকেল থেকে পড়ে গিয়ে দূরঘটনা ঘটে।