পেট্রলিং ডিউটিতে কর্মরত অবস্থায় দুষ্কৃতীদের গুলিতে জখম আসানসোল দক্ষিণ থানার পুলিশ এস আই সন্দীপ পাল,
রবিবার রাতে আসানসোল স্টেশন রোডে একজন সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে ডিউটিতে ছিলেন এসআই সন্দীপ পাল ৷
এছাড়াও সাথে একজন গাড়ির চালক ছিলো ৷
সেই সময় ওই অঞ্চলে সন্দেহ ভাজন দুজনকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে দুষ্কৃতীরা এসআই সন্দীপ পালের চোখে প্রথমে গোলমরিচগুঁড়ো স্প্রে করে এবং সাথে সাথেই এসআইকে লক্ষ্য করে গুলি চালায় ৷
ঘটনার জেরে এসআই জখম হয়ে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা সুযোগ বুঝে চম্পট দেয় ৷
পরবর্তী ক্ষেত্রে সন্দীপ পালকে উদ্ধার করে জেলা হাসপাতালে আনা হয় ৷
তবে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
তবে দুষ্কৃতীদের ধরতে বর্তমানে ওই অঞ্চলে খানা তল্লাশি চলছে বলে জানা গেছে ৷