কান্নার রোল শিক্ষক ও অভিভাবক মহলে ।
অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের নাম প্রদীপ চৌধূরী ।আদমপুর সি এস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মালদা চক্রের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এই বিদ্যালয় টি অবস্হিত ।
প্রদীপবাবু এই বিদ্যালয়ের যোগদান করেন 14 আগস্ট 1979 সালে ।
এই বিদায় উপলক্ষে এদিন বিদ্যালয়ে একটি বিদায় সভার আয়োজন করা হয়।
বিদায় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক পঙ্কজ রায়, সুমন্ত প্রামাণিক, সম্বল মন্ডল, অবিনাশ দাস সহ গ্রামবাসী ও অভিভাবকদের একাংশ ।
এই বিদায় সভায় উপস্থিত সভায় সকল সদস্য বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে । অবসর প্রাপ্ত শিক্ষক প্রদীপ চৌধূরী জানান , আমাকে মানুষ কত ভালোবাসি তা আজ জানলাম ।
পরীক্ষার সময় আমার অবসরে বিদ্যালয়ের খুব অসুবিধা হবে তাই আমি আগামী এক মাস ছাত্র ছাত্রী দের জন্য বিদ্যালয়ে যাবো ।