বাগান্ডা, হাওড়া,
একটি আদর্শ উচ্চ বিদ্যালয়, বাগান্ডা জটাধারী হাইস্কুল,
হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্ভুক্ত বাগান্ডা জটাধারী হাইস্কুল,
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অধীনে সপ্তম স্থান অধিকার করেছে,
বিদ্যালয় টি স্থাপিত হয়েছে 1957খ্রীষ্টাব্দে,
বর্তমানে বিদ্যালয়ে রয়েছে বিজ্ঞান ,কলা,ভকেশনাল বিভাগ,
বর্তমান বৎসরে বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা 2124জন,
বর্তমানে বিদ্যালয়ে তপশীলি ছাত্র ছাত্রী শতকরা 62শতাংশ, সংখ্যালঘু 28শতাংশ,
বিদ্যালয়ে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা র ব্যবস্থা,রয়েছে বিজ্ঞান ল্যাবরেটরি,রয়েছে ভার্মি কম্পোষ্ট,রয়েছে জৈব প্রযুক্তি ব্যবহার করে সব্জির চাষ,এবং জল ধরো জলভরো প্রকল্পের ব্যবস্থা,
ভকেশোল বিভাগের মধ্যে রয়েছে ইলেকট্রিসিয়ান,ফিটার,ও ওয়েল্ডিং এর কাজ শেখার ব্যবস্থা,
সর্বোপরি ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরী নিপুন ভাবে সাজানো গোছানো এবং এটটি পরিচ্ছন্নতা একটি আদর্শ বিদ্যালয়,
বিদ্যালয়ে র প্রধান শিক্ষক তরুণ কুমার সামুই জানান যে বিদ্যালয়ে র সহ শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত স্টাফ ও ছখত্র ছাত্রী গন খুবই সহযোগীতা করেন,
এবং বিদ্যালয়ে র লক্ষ আগামী দিনে রাজ্যের প্রথম স্থান অধিকার করা,