শ্যামপুর , হাওড়া,
হাওড়া জেলার শ্যামপুর থানার নাকোল গ্ৰাম পঞ্চায়েতের নাউল গ্রামে গৌরাঙ্গ প্রামানিক এর মাছ ধরা জালে একটি বিষাক্ত গোখরো সাপ ধরা পড়েছে ,
আজ সকালে স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ প্রামানিক স্থানীয় খালের পাশে পুকুরে মাছ ধরতে যান,
এবং তার জালে বিশাল গোখরো সাপ ধরা পড়ে,
প্রশাসন কে খবর দেওয়া হয়েছে,
গৌরাঙ্গ প্রামানিক জানিয়েছেন ,
সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেবে ঠিক করেছেন,