সারা রাজ্যের পাশাপাশি অশোকনগরে অনুষ্ঠিত হল লং মার্চ।
অশোকনগর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড থেকে পায়ে হেটে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে শুরু হয় পায়ে হেঁটে লং মার্চ শেষ হবে এক নম্বর ওয়ার্ড পর্যন্ত ।
সিপিএম নেতা সত্যসেবী কর জানান এই বাংলায় নো এন আর সি সহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ত্বের বিরুদ্ধে তাদের পথে নামা।
কাটমানি থেকে সব্জির দাম বৃদ্ধি একাধিক ইস্যু নিয়ে তাদের এই লং মার্চ।
সারা বাংলার পাশাপাশি অশোকনগরে লং মার্চ সিপিএমের সমর্থক ছিল নজরকাড়া।