সোমবার বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশ যাবার সময় পেট্রাপোল পার্কিং এলাকা থেকে 12 জন বাংলাদেশিকে 179 ব্যাটেলিয়ানের বিএসএফ আটক করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় l
সকলেই কাজের উদ্দেশ্যে ভারতে এসেছিল বলে পুলিশ সূত্রে খবর l
মঙ্গলবার 12 জন বাংলাদেশিকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পেট্টাপোল থানার পুলিশ l