সাংবাদিকার মূল জায়গা হল সামাজিক জনসংযোগ। এই জনসংযোগের ওপর আগে গুরুত্ব দেওয়া উচিৎ।
আবার গণজ্ঞাপন বিভাগের অন্যতম বিষয় হচ্ছে চলচ্চিত্র। জীবনের প্রতিটি মূহুর্ত শেখায় মানুষকে। এই মুহুর্তগুলি ধরে রাখাই হচ্ছে সাংবাদিকদের আসল কাজ।
এমনই কিছু আলোচনা উছে এল ১৫তম আন্তির্জাতিক সামাজিক সমযোগ চলচ্চিত সম্মলনে। গৌড় মহাবিদ্যালয়ের নতুন সভাগৃহে শুক্রবার সম্মেলনের সূচনা হয়ে গেল।
জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক অভিজিৎ বিশ্বাসের হাত ধরে সম্মেলনের সূচনা হয়। মূলত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও রূপকলা কেন্দ্রের যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠান।
ব্যবস্থাপনায় রয়েছে গৌড় মহাবিদ্যালয়ের গণজ্ঞাপন ও সাংবাদিক বিভাগ।
দু’দিন ধরে চলবে চলচ্চিত্র সম্মেলন। প্রথম দিন সত্যজিৎ রায় পরিচালিত ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ তথ্য চিত্র প্রদর্শিত হয়।
তারপর তথ্য চিত্রের খুঁটিনাটি নিয়ে পড়ুয়াদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব চলে।
একই ভাবে শনিবার প্রদর্শিত হবে রূপকলা কেন্দ্র পরিচালিত তথ্য চিত্র ‘ঢেউ’। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারি অভিজিৎ বিশ্বাস বলেন,‘সামাজিক সংযোগ ছাড়া সাংবাদিকা ভাবাই যায় না।
পাশাপাশি গণজ্ঞাপন বিভাগের অন্যতম অংশ হচ্ছে চলচ্চিত্র। আমাদের আশেপাশের প্রতিটি জিনিস থেকেই শেখার আছে।
নিজে দেখে, নিজে শিখে, তারপর অন্যদের দেখানোর পালা, শেখানোর পালা। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করাটাও জরুরী।’