অতি উৎসাহ উদ্দীপনার সাথে ৩০শে নভেম্বর আমতা১ ব্লকের আশা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হুগলীর খানাকুল ব্লকের সম্পাদিকা মিঠু জাঠি ও পশ্চিম বঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে নিখিল বেরা।
এছাড়াও বক্তব্য রাখেন AIUTUC শ্রমিক ইউনিয়নের পক্ষে অনিন্দ্য রায়চৌধুরী।
সবশেষে হোসেনারা বেগমকে সভানেত্রী, মেনকা সরকারকে সম্পাদিকা ও সম্পা কোলে কোষাধ্যক্ষ করে ৯জনের একটি শক্তিশালী ব্লক কমিটি গঠিত হয়।
ব্লকের কিছু সমস্যা নিয়ে আগামী দিনে ব্লকে একটি ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়।